প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিডব্লিউএফ বিশ্ব প্রতিযোগিতা ২০২৩ – এ ব্রোঞ্জ পদক জয় করায় এইচ এস প্রণয়-কে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স-এ এক বার্তায় বলেছেন, “বিডব্লিউএফ বিশ্ব প্রতিযোগিতা ২০২৩ – এ @PRANNOYHSPRI কী দুর্দান্ত সাফল্য! ব্রোঞ্জ পদক জয় করায় তাঁকে অভিনন্দন জানাই।
প্রতিযোগিতায় তাঁর দক্ষতা ও কঠোর পরিশ্রম সর্বদাই প্রতিফলিত হয়েছে। ব্যাডমিন্টনপ্রেমীদের কাছে তিনি প্রেরণা-স্বরূপ”।
What a brilliant achievement by @PRANNOYHSPRI at BWF World Championships 2023! Congratulations to him on winning the Bronze medal.
— Narendra Modi (@narendramodi) August 27, 2023
His skill and hard work have shone brightly throughout the tournament. He is a true inspiration to all badminton enthusiasts. pic.twitter.com/12NLJSPZdC