নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর, ২০২৩
গ্লোবাল ফিনান্স সেন্ট্রাল ব্যাঙ্কার রিপোর্ট কার্ড, ২০১৩-এ A+ রেটিং পাওয়ার জন্য ভারতীয় শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শ্রী শক্তিকান্ত দাসকে অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঐ রিপোর্ট কার্ডে যে তিনজন সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নরকে A+ রেটিং দেওয়া হয়েছে তার তালিকার একদম শীর্ষে রয়েছেন শ্রী শক্তিকান্ত দাস।
এ প্রসঙ্গে ভারতীয় শীর্ষ ব্যাঙ্কের এক ট্যুইট বার্তার উত্তরে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেছেন :
“ভারতীয় শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শ্রী শক্তিকান্ত দাসকে অভিনন্দন। ভারতের পক্ষে এ হল এক বিশেষ গৌরবের মুহূর্ত। বিশ্বমঞ্চে অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের নেতৃত্বদানের ঘটনার বিশেষ প্রতিফলন ঘটেছে এর মধ্য দিয়ে। তাঁর নিষ্ঠা ও দৃষ্টিভঙ্গী জাতির উন্নয়নের যাত্রাপথকে আরও মসৃণ করে তুলবে।”
AC/SKD/DM/
Congratulations to RBI Governor Shri Shaktikanta Das. This is a proud moment for India, reflecting our financial leadership on the global stage. His dedication and vision continue to strengthen our nation's growth trajectory. https://t.co/MtdmI8La1T
— Narendra Modi (@narendramodi) September 1, 2023