Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

পুরুষদের ৪x৪০০ মিটার রিলে রেসে ভারতীয় দলের অসাধারণ সাফল্যের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি ২৭ শে অগাষ্ট, ২০২৩    

     প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পুরুষদের ৪x৪০০ মিটার রিলে রেসে ভারতীয় দলের অসাধারণ সাফল্যের প্রশংসা করেছেন। এই রিলে দলের খেলোয়াড় হিসেবে আনাস, আমোজ, রাজেশ রমেশ এবং মহম্মদ আজমল বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন।
    এক্স হ্যাণ্ডেলে প্রধানমন্ত্রী বলেছেন ;
“ বিশ্ব অ্যাথলিটিক্স চ্যাম্পিয়নশিপে এ এক অসাধারণ দলগত সাফল্য !
পুরুষদের ৪x৪০০ মিটার রিলেতে নতুন এশীয় রেকর্ড করে আনাস, আমোজ, রাজেশ রমেশ এবং মহম্মদ আজমল বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন।
গৌরবোজ্জ্বল প্রত্যাবর্তনে নজির সৃষ্টিকারী ভারতীয় অ্যাথলিটদের ক্ষেত্রে এ এক ঐতিহাসিক ঘটনা।”

AC / AB /SG