নতুন দিল্লি, ২৮ আগস্ট, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন।
দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করেছেন তাঁরা। মতবিনিময় করেছেন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে। জোহানেসবার্গে সদ্যসমাপ্ত ব্রিকস শিখর সম্মেলন নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে।
আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নতুন দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের যে আসর বসছে, প্রেসিডেন্ট পুতিন তাতে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন। তিনি জানান, এই সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন সেদেশের বিদেশমন্ত্রী সারগে লাভরভ।
ভারতের জি-২০ সভাপতিত্বকালে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তার প্রতি রাশিয়ার ধারাবাহিক সমর্থনের জন্য প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন।
দুই নেতা নিজেদের মধ্যে নিরন্তর যোগাযোগ বজায় রাখতে সহমত হয়েছেন।
AC/SD/AS