Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বারাণসীতে জি-২০ সংস্কৃতি মন্ত্রীদের বৈঠক উপলক্ষে প্রতিনিধিদের সম্মানে আয়োজিত ‘সুর বসুধা’র প্রশংসায় প্রধানমন্ত্রী


নতুনদিল্লি ২৭ অগাস্ট  

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বারাণসীতে জি-২০ সংস্কৃতি মন্ত্রীদের বৈঠক উপলক্ষে প্রতিনিধিদের সম্মানে আয়োজিত সঙ্গীত অনুষ্ঠান ‘সুর বসুধা’র প্রশংসা করেছেন।

এই অর্কেস্ট্রায় অংশ নিয়েছিলেন জি-২০ এবং আমন্ত্রিত দেশগুলির ২৯ জন শিল্পী। বিভিন্ন বাদ্যযন্ত্র এবং নিজেদের ভাষায় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।এই সঙ্গীতানুষ্ঠানের বার্তা ছিল, “বসুধৈব কুটুম্বকম” , অর্থাৎ গোটা বিশ্ব এক পরিবার।

এক্স পোস্টে কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন ও উত্তরপূর্বাঞ্চল বিষয়ক মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডির এক বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন;
“বসুধৈব কুটুম্বকম বার্তাকে তুলে ধরতে একটি মহান উদ্যোগ এবং তাও আবার চিরন্তর শহর কাশীতে !”

AC/MP/CS…