নতুন দিল্লি, ২০ অগস্ট, ২০২৩
সম্প্রতি প্রয়াত, জন শৌচালয় ব্যবস্থাপনার প্রসারে অতুলনীয় অবদান রেখে যাওয়া ড: বিন্দেশ্বর পাঠক সম্পর্কে একটি নিবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স-এ একটি পোস্টে প্রধানমন্ত্রী ড: পাঠকের সঙ্গে তাঁর সাহচর্যের উল্লেখ করেছেন। নিবদ্ধটির একটি লিঙ্কও শেয়ার করেছেন তিনি:
“আমার সৌভাগ্য যে পরিচ্ছন্নতার অভিযানে অমূল্য অবদান রেখে যাওয়া ড: বিন্দেশ্বর পাঠকের জীবন ও কর্মকাণ্ড খুব কাছ থেকে আমি প্রত্যক্ষ করতে পেরেছি। এই বিষয়টি নিয়েই আমার এই লেখা।”
AC / AC/AG
यह मेरा सौभाग्य रहा है कि स्वच्छता के क्षेत्र में अमूल्य योगदान देने वाले डॉ. बिंदेश्वर पाठक जी के जीवन और मिशन को मुझे बहुत करीब से जानने का अवसर मिला। इसी को समर्पित मेरा यह आलेख… https://t.co/wLVyTi7w6E
— Narendra Modi (@narendramodi) August 20, 2023