প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অখিল ভারতীয় শিক্ষা সমাগম উপলক্ষে আয়োজিত বাল বাটিকায় শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন। ভারত মন্ডপম – এ আজ শিক্ষা সমাগম অনুষ্ঠিত হয়েছে।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, শিশুদের সঙ্গে সময় কাটানো খুব আনন্দের।
“ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে আনন্দের কয়েকটি মুহূর্ত! তাদের উৎসাহ ও উদ্দীপনা দেখে মন আনন্দে ভরে ওঠে”।
मासूम बच्चों के साथ आनंद के कुछ पल! इनकी ऊर्जा और उत्साह से मन उमंग से भर जाता है। pic.twitter.com/rGY2mv5eK8
— Narendra Modi (@narendramodi) July 29, 2023