নয়াদিল্লি, ১০ আগস্ট, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১২ আগস্ট ২০২৩ মধ্যপ্রদেশ সফর করবেন। দুপুর ২.১৫ নাগাদ তিনি পৌঁছবেন সগর জেলায়, যেখানে তিনি সন্ত শিরোমণি গুরুদেব শ্রী রবিদাসজি মেমোরিয়ালের ভূমিপূজা করবেন। ৩.১৫ নাগাদ প্রধানমন্ত্রী ধানায় একটি অনুষ্ঠানে অংশ নেবেন যেখানে তিনি সন্ত শিরোমণি গুরুদেব শ্রী রবিদাসজি মেমোরিয়ালের শিলান্যাস করবেন।
বিশিষ্ট সন্ত এবং সমাজ সংস্কারকদের সম্মান প্রদান করে থাকেন প্রধানমন্ত্রী। সেই দৃষ্টিভঙ্গী নিয়ে সন্ত শিরোমণি গুরুদেব শ্রী রবিদাসজি মেমোরিয়াল নির্মিত হবে ১১.২৫ একরের বেশি জমি জুড়ে। খরচ হবে ১০০ কোটি টাকারও বেশি। এই স্মারক স্থলে থাকবে একটি চিত্তাকর্ষক শিল্প সংগ্রহালয় এবং গ্যালারি যেখানে সন্ত শিরোমণি গুরুদেব শ্রী রবিদাসজির জীবনালেখ্য, দর্শন এবং শিক্ষা প্রদর্শিত হবে। ভক্তগণ এই স্মারক স্থলে ভক্ত নিবাস, ভোজনালয় ইত্যাদির মতো সুবিধাও পাবেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৪০০০ কোটির বেশি টাকা মূল্যের রেল ও সড়ক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ ও শিলান্যাস করবেন।
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে উৎসর্গ করবেন কোটা-বিনা রেলপথের সম্পূর্ণ হওয়া ডাবলিং প্রকল্প। ২ হাজার ৪৭৫ কোটি টাকার বেশি খরচে নির্মিত এই প্রকল্পটি রাজস্থানের কোটা ও বরন জেলা এবং মধ্যপ্রদেশের গুনা, অশোকনগর এবং সগর জেলার মধ্য দিয়ে গেছে। ডবল লাইন করার জন্য ট্রেন চলাচলের ক্ষমতা ও গতি বাড়বে।
প্রধানমন্ত্রী ১ হাজার ৫৮০ কোটি টাকার দুটি সড়ক প্রকল্পেরও শিলান্যাস করবেন। এর মধ্যে একটি মরিকরি-বিদিশা-হিনোতিয়া সংযোগকারী ৪ লেনের সড়ক প্রকল্প এবং অন্য সড়ক প্রকল্পটি হিনোতিয়া এবং মেলুওয়াকে যুক্ত করবে।
AC/AP/NS