নতুন দিল্লি, ২৫ জুলাই, ২০২৩
২০২২ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস)-এর অফিসার প্রশিক্ষণার্থীরা আজ ৭, লোককল্যাণ মার্গে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন এবং সরকারি চাকরিতে যোগদানের পর তাঁদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। প্রশিক্ষণকালে গ্রাম সফর, ভারত দর্শন সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন আইএফএস অফিসাররা। জলজীবন মিশন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলি মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন এনেছে, সে সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন তাঁরা।
সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সাফল্য এবং কোনোরকম বৈষম্য না রেখেই কীভাবে এই সব প্রকল্প গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, সে সম্পর্কে অফিসারদের জানান প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নের পক্ষে সহায়ক উচ্চাকাঙ্ক্ষী জেলা প্রকল্প সম্পর্কে জানার জন্য প্রধানমন্ত্রী তাঁদেরকে পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী ভারতের জি২০ সভাপতিত্ব নিয়েও তাঁদের সঙ্গে আলোচনা করেন এবং জি২০-র বিভিন্ন বৈঠকে তাঁদের যোগদানের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান তিনি। পরিবেশগত বিভিন্ন বিষয় সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মিশন লাইফ (লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট)-এর কথা উল্লেখ করেন এবং বলেন যে, প্রত্যেক মানুষের জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব।
CG/MP/SKD/ ReleaseID: 1942573/ 26 July, 2023 / W- 193
Interacted with Officer Trainees of the 2022 Batch of the Indian Foreign Service. We had a fruitful exchange of views on diverse subjects.https://t.co/SwVAhacGVA pic.twitter.com/GWbL4Mplid
— Narendra Modi (@narendramodi) July 25, 2023