নতুন দিল্লি, ১৯ জুলাই, ২০২৩
গুজরাতে সুরাতের হীরা বাজার বিশ্বের বৃহত্তম অফিস ভবন হিসেবে আত্মপ্রকাশ করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সন্তোষপ্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“সুরাত হীরা বাজার সুরাতের হীরা শিল্পের গতিশীলতা ও বিকাশের নিদর্শন। এটি ভারতের উদ্যোগমুখী চেতনার প্রমাণও বটে। বাণিজ্য, উদ্ভাবন ও সহযোগিতার কেন্দ্র হিসেবে এই হীরা বাজার আমাদের অর্থনীতিকে আরও চাঙ্গা করবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।”
CG/SD/SKD/
Surat Diamond Bourse showcases the dynamism and growth of Surat's diamond industry. It is also a testament to India’s entrepreneurial spirit. It will serve as a hub for trade, innovation and collaboration, further boosting our economy and creating employment opportunities. https://t.co/rBkvYdBhXv
— Narendra Modi (@narendramodi) July 19, 2023