নতুন দিল্লি, ১৫ জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি শ্রী ইমানুয়েল ম্যাক্রোঁ ১৪ই জুলাই প্যারিসের কোয়াই দ্য ওরসেতে শীর্ষ স্থানীয় ভারতীয় এবং ফরাসী সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের উদ্দেশ্যে যৌথভাবে বক্তব্য রেখেছেন।
এই ফোরামে বিমান চলাচল, উৎপাদন, প্রতিরক্ষা, প্রযুক্তি, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংস্থাগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিকরা রয়েছেন।
দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে এবং ভারত ও ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার প্রসার ঘটাতে এইসব শিল্প সংস্থার আধিকারিকদের ভূমিকার কথা স্বীকার করেন প্রধানমন্ত্রী। তিনি পুনর্নবিকরণযোগ্য জ্বালানি, স্টার্ট আপ সংস্থা, ওষুধ শিল্প, তথ্য প্রযুক্তি, ডিজিটাল পদ্ধতিতে লেনদেন এবং পরিকাঠামো ক্ষেত্রে ভারতের অগ্রগতির বিষয়গুলি তুলে ধরেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জন্য নানা উদ্যোগের কথাও শ্রী মোদী জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ভারতের উন্নয়ন যাত্রার শরীক হতে এবং দেশে বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগাতে মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের পরামর্শ দেন।
এদিনের বৈঠকে ফরাসী সংস্থাগুলির পক্ষে যাঁরা যোগ দিয়েছিলেন তাঁরা হলেন এডিপির অগাস্টিন দ্য রোমানেত, এয়ারবাসের গুল্লাউম ফাউরে, এয়ার লিক্যুইডের ফ্রাঁকোস জ্যাকো, অ্যালস্টমের হেনরি পোপার্ত লাফার্জ, ক্যাপজেমিনির পল হারমেলিন, ইডিএফ-এর লুপ রেমনত, এগিসের লরাঁ জার্মেন, নাভালের পিয়ের-এরিক পমেলেট, স্নাইডার ইলেকট্রিকের পিটার হারভিক, হিকাতের গ্যু সিদো, এঙ্গের ফ্র্যাঙ্ক দেমালে, স্যাফরানের ফিলিপ এরেরা, সেন্ট-গোবেঁর এন শ্রীধর, থ্যালেসের প্যাট্রিক কাইন, টোটাল এনার্জিসের নমিতা শাহ, ব্লাব্লা কারের নিকোলাস ব্রুসোঁ। ভারতীয় সংস্থাগুলির পক্ষে ছিলেন – জুবিলিয়ান্ট লাইফ সায়েন্স লিমিটেডের হরি এস ভারতিয়া, সিআইআই-এর চন্দ্রজিত ব্যানার্জী, অ্যাডভেন্টের সরোজ কুমার পোদ্দার, অ্যাথের এনার্জির তরুণ মেহেতা, ভারত ফোর্জের অমিত বি কল্যাণী, ভারত লাইট পাওয়ার প্রাইভেট লিমিটেডের তেজ প্রীত চোপরা, বিওএটি-র আমন গুপ্তা, ডিআইসিসিআই-এর মিলিন্দ কামলে, হ্যালের সি বি অনন্তকৃষ্ণাণ, পি মফতলালের বিশাদ মফতলাল, স্কাইরুটের পবন কুমার চান্দনা, টাটা অ্যাডভ্যান্সড সিস্টেমের সুকরণ সিং, টিটাগড় ওয়াগনসের ঊমেশ চৌধুরী, টিভিএস মোটর কোম্পানীর সুদর্শন বেণু, ইউপিএল লিমিটেডের বিক্রম শ্যারফ, সোমানি এম্পেসারের সন্দীপ সোমানি, অ্যাপোলো হসপিটালসের সঙ্গীতা রেড্ডি, আরসেলর মিত্তলের লক্ষ্মী মিত্তল, বিগবাস্কেটের বিপুল পারেখ, আইনক্স এয়ার প্রোডাক্টের সিদ্ধার্থ জৈইন, ইন্টারগ্লোব এন্টারপ্রাইজের রাহুল ভাটিয়া, এনপিসিআইএল-এর ভূবন চন্দ্র পাঠক, ইন্ডিগোর পিটার এলবার্স।
CG/CB/AS/
My remarks at the CEO Forum in Paris. https://t.co/yl9tVVOLr3
— Narendra Modi (@narendramodi) July 14, 2023