নয়াদিল্লি, ০৪ জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিকল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের উপর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়ার লেখা একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি ট্যুইটে বলা হয়েছে, “কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া লিখেছেন কিভাবে ‘সিকল সেল অ্যানিমিয়া নির্মূল’ মিশন এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে শক্তি যোগাবে”।
CG/SS/SB……05_JULY_2023……(104)…..(1937272)
Union Health Minister @mansukhmandviya writes how 'Sickle Cell Anaemia Elimination' Mission will provide great strength to the fight against the disease. https://t.co/9aMB6xDEQX
— PMO India (@PMOIndia) July 4, 2023