নয়াদিল্লি, ০৪ জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে স্মরণ করে বলেছেন, তাঁর সেবা, মানবতা, আধ্যাত্মিক জ্ঞানের আদর্শ আমাদের একটি শক্তিশালী ও প্রাণবন্ত ভারত গড়ার পথে নিরন্তর অনুপ্রাণিত করে চলেছে এবং পথপ্রদর্শক হয়েছে।
প্রধানমন্ত্রী ট্যুইটে বলেছেন, “স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস স্মরণ করছি। তাঁর সেবা, মানবতা, আধ্যাত্মিক জ্ঞানের আদর্শ আমাদের শক্তিশালী ও প্রাণবন্ত ভারত গড়ার পথে নিরন্তর অনুপ্রাণিত করে চলেছে এবং পথপ্রদর্শক হয়েছে। আমরা তাঁর ঐক্য ও ভ্রাতৃত্বের স্বপ্ন পূরণে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি”।
CG/SS/SB……05_JULY_2023……(107)…..(1937325)
Remembering the great Swami Vivekananda on his Punya Tithi. His ideals of service, humanity and spiritual enlightenment continue to inspire and guide us towards building a strong and vibrant India. We reiterate our commitment to fulfilling his vision of unity and brotherhood.
— Narendra Modi (@narendramodi) July 4, 2023