Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে প্রধানমন্ত্রীর স্মরণ


                                                                                                                                                                                       নয়াদিল্লি, ০৪ জুলাই, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে স্মরণ করে বলেছেন, তাঁর সেবা, মানবতা, আধ্যাত্মিক জ্ঞানের আদর্শ আমাদের একটি শক্তিশালী ও প্রাণবন্ত ভারত গড়ার পথে নিরন্তর অনুপ্রাণিত করে চলেছে এবং পথপ্রদর্শক হয়েছে।
প্রধানমন্ত্রী ট্যুইটে বলেছেন, “স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস স্মরণ করছি। তাঁর সেবা, মানবতা, আধ্যাত্মিক জ্ঞানের আদর্শ আমাদের শক্তিশালী ও প্রাণবন্ত ভারত গড়ার পথে নিরন্তর অনুপ্রাণিত করে চলেছে এবং পথপ্রদর্শক হয়েছে। আমরা তাঁর ঐক্য ও ভ্রাতৃত্বের স্বপ্ন পূরণে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি”।

CG/SS/SB……05_JULY_2023……(107)…..(1937325)