নতুন দিল্লি, ২৭ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বিনিয়োগ অনুষ্ঠানে যোগ দেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“রাষ্ট্রপতি ভবনে প্রতিরক্ষা বিনিয়োগ অনুষ্ঠানে যোগ দিয়েছি। এই অনুষ্ঠানে বিশিষ্ট পরিষেবা পুরস্কার প্রদান করা হয়েছে। যাঁরা এই পুরস্কারে ভূষিত হয়েছেন, তাঁদের জন্য আমরা গর্বিত।”
CG/SD/SKD
Attended the Defence Investiture Ceremony at Rashtrapati Bhavan where the Distinguished Service Awards were presented. We are proud of all those who have been conferred these awards. pic.twitter.com/PaVfEMlSuk
— Narendra Modi (@narendramodi) June 27, 2023