নতুন দিল্লি, ২৫শে জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের সাংবিধানিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীতে গণতন্ত্রের অন্ধকার দিনগুলি ছিল।
তিনি জরুরী অবস্থা জারির বার্ষিকীতে সেই সময়কালের প্রসঙ্গে এক ট্যুইট বার্তায় বলেছেন:
“যে সব সাহসী মানুষ জরুরী অবস্থাকে প্রতিহত করেছিলেন এবং আমাদের গণতান্ত্রিক ভাবনাকে শক্তিশালী করতে সক্রিয় ছিলেন, তাঁদের সকলের উদ্দেশে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের ইতিহাসে #DarkDaysOfEmergency-র সবসময়ই উল্লেখ থাকবে, যা আসলে আমাদের সাংবিধানিক মূল্যবোধের বিপরীত। ”
CG/CB/SFS
I pay homage to all those courageous people who resisted the Emergency and worked to strengthen our democratic spirit. The #DarkDaysOfEmergency remain an unforgettable period in our history, totally opposite to the values our Constitution celebrates.
— Narendra Modi (@narendramodi) June 25, 2023