Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

অ্যাপ্লায়েড মেটিরিয়াল্স-এর সিইও মিঃ গ্যারি ই. ডিকারসনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অ্যাপ্লায়েড মেটিরিয়াল্স-এর সিইও মিঃ গ্যারি ই. ডিকারসনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ


 

নয়াদিল্লি,  ২২  জুন, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন ডিসি-তে অ্যাপ্লায়েড মেটিরিয়াল্স-এর সিইও ও প্রেসিডেন্ট গ্যারি ই. ডিকারসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ভারতে সেমি কন্ডাক্টর ইকো ব্যবস্থাপনাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে  ভূমিকা গ্রহণের জন্য অ্যাপ্লায়েড মেটিরিয়াল্স-কে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী ভারতে উন্নত প্যাকেজিং ক্ষমতা ও প্রক্রিয়াগত প্রযুক্তি ক্ষেত্রে বিকাশ সাধনের জন্যেও অ্যাপ্লায়েড মেটিরিয়াল্স-কে অনুরোধ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এবং মিঃ ডিকারসন দক্ষ কর্মী তৈরি করার জন্য ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে অ্যাপ্লায়েড মেটিরিয়াল্স-এর সামগ্রিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন।  

CG/SS/NS ….06.23 ….110