নয়াদিল্লি, ১৬ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় ভারতের উল্লেখযোগ্য পদক্ষেপ, ধারাবাহিক উন্নয়নের লক্ষ্য অর্জন ও দেশের সমৃদ্ধ জীব বৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে একগুচ্ছ প্রতিবেদন, গ্রাফিক্স, ভিডিও এবং তথ্য সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের পরম্পরা এবং নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে #9YearsOfSustainableGrowth – এর উপর মনোনিবেশ করেছি। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, প্রবহমান উন্নয়নের লক্ষ্য অর্জন এবং ভারতের সমৃদ্ধ জীব বৈচিত্র্য সংরক্ষণে আমরা উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছি”।
CG/MP/SB……
In line with our traditions and ethos, we have focused on #9YearsOfSustainableGrowth. We have taken significant strides in combating climate change, achieving sustainable development goals and preserving India's rich biodiversity. https://t.co/VRlgsVoA9k
— Narendra Modi (@narendramodi) June 16, 2023