নতুন দিল্লি, ৮ জুন, ২০২৩
বিশ্ব সাগর দিবসে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর লেখা একটি নিবন্ধ শেয়ার করল প্রধানমন্ত্রীর দপ্তর।
প্রধানমন্ত্রীর দপ্তর ট্যুইট করেছে :
“কেন্দ্রীয় মন্ত্রী @কিরেনরিজিজু জি বিস্তীর্ণ উপকূল রেখা এবং বিপুল সামুদ্রিক সম্পদে সমৃদ্ধ ভারত কিভাবে সামুদ্র অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সেবিষয়ে লিখেছেন।”
CG/AC/SKD
Union Minister @KirenRijiju Ji writes how India, with its extensive coastline and maritime resources, is focusing on harnessing the potential of its blue economy. https://t.co/AKyqdN8L1S
— PMO India (@PMOIndia) June 8, 2023