প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সংগ্রহালয় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মহেন্দ্রনাথ পান্ডের লেখা একটি প্রতিবেদন সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রী ডঃ মহেন্দ্রনাথ পান্ডের এক ট্যুইট শেয়ার করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী সংগ্রহালয় সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মহেন্দ্রনাথ পান্ডেজীর লেখা স্বাধীন ভারতের ইতিহাসকে চিরস্মরণীয় রাখার একটি অনন্য প্রয়াস”।
केंद्रीय मंत्री @DrMNPandeyMP जी लिखते हैं कि प्रधानमंत्री संग्रहालय स्वतंत्र भारत के इतिहास को चिरस्मरणीय बनाने का एक अद्भुत प्रयास है। https://t.co/6gwV3b6Syk
— PMO India (@PMOIndia) May 18, 2023