Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ফিদেল কাস্ত্রোর প্রয়াণে শোক প্রধানমন্ত্রীর


ফিদেলকাস্ত্রোর জীবনাবসানে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। একবার্তায় তিনি বলেছেন :

“ফিদেলকাস্ত্রোর প্রয়াণে কিউবার সরকার ও জনসাধারণকে জানাই গভীর সমবেদনা। তাঁর আত্মাচিরশান্তি লাভ করুক।

এই শোকেরমুহূর্তে আমরা রয়েছি কিউবার সরকার ও জনগণের সঙ্গেই।

ফিদেল কাস্ত্রোছিলেন, বিংশ শতাব্দীর এক বিশেষ প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। এক বিশেষ বন্ধুকে হারিয়েভারত আজ শোকাহত”।

PG/SKD/SB