নয়াদিল্লি, ১৪ মে, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওয়ালমার্ট-এর সিইও মিস্টার ডাগ ম্যাকমিলান-এর সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন।
ওয়ালমার্ট-এর এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেন;
“ওয়ালমার্ট-এর সিইও মিস্টার ডাগ ম্যাকমিলান-এর সঙ্গে বৈঠক ফলদায়ক হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে গভীর অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা হয়েছে। ভারত বিনিয়োগের এক আকর্ষণীয় গন্তব্যস্থল হয়ে উঠছে দেখে খুশি হলাম।”
PG/AB/NS
The meeting with Mr. Doug McMillon, CEO of @Walmart, was a fruitful one. We had insightful discussions on different subjects. Happy to see India emerge as an attractive destination for investment. https://t.co/o6YgFfgbF5
— Narendra Modi (@narendramodi) May 14, 2023