নয়াদিল্লি, ১১ মে, ২০২৩
তাসখন্দ-এ এই প্রথমবার পুরুষদের বিশ্ব মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় পদক জয়ের জন্য দীপক ভোরিয়া, হুসামুদ্দিন এবং নিশান্ত দেব-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রীয় ক্রীড়া এবং যুব কল্যাণ বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী ট্যুইট করে বলেছেন;
“দীপক ভোরিয়া, হুসামুদ্দিন এবং নিশান্ত দেব-কে অভিনন্দন। তাঁদের এই সাফল্য খুবই অনুপ্রেরণাদায়ক।”
PG/AB/NS
Congratulations to @Deepakbhoria19, @Hussamboxer and @nishantdevjr. Their accomplishments are very inspiring. https://t.co/T8FF8AUISb
— Narendra Modi (@narendramodi) May 11, 2023