নয়াদিল্লি, ১ মে, ২০২৩
বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক ট্যুইট করে জানিয়েছে বিশ্বব্যাঙ্কের এলপিআই, ২০২৩ রিপোর্ট অনুযায়ী অনেক দেশের তুলনায় ভারতীয় বন্দরগুলির দক্ষতা ও উৎপাদনশীলতা সময়ের সঙ্গে সঙ্গে অনেক বেশি উন্নতি করেছে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন :
“বন্দর-ভিত্তিক উন্নয়নের ওপর ভিত্তি করে ভারত বাণিজ্য ও সরবরাহের কেন্দ্র হয়ে উঠতে চলেছে।”
PG/AB/DM/
Powered by port-led development, India is on way to becoming a hub for commerce and logistics. https://t.co/ex5sLOzwDT
— Narendra Modi (@narendramodi) May 1, 2023