Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন


নয়াদিল্লি,  ২০  এপ্রিল, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ডেনমার্কের প্রধানমন্ত্রী শ্রীমতী মেতে ফ্রেদেরিকসেন-এর সঙ্গে আজ টেলিফোনে কথা বলেছেন।

ডেনমার্কের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার দায়িত্বভার নেওয়ায় ফ্রেদেরিকসেনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

উভয় নেতা ভারত-ডেনমার্ক গ্রিন কৌশলগত সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। সাম্প্রতিক উচ্চপর্যায়ের বিনিময় এবং বর্ধিত সহযোগিতা নিয়ে তাঁরা উভয়েই সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী ফ্রেদেরিকসেনকে ভারতের বর্তমান জি-২০ সভাপতিত্ব এবং তার মূল অগ্রাধিকারের বিষয়গুলি সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত করেন। প্রধানমন্ত্রী ফ্রেদেরিকসেন ভারতের উদ্যোগের প্রশংসা করেন এবং এক্ষেত্রে ডেনমার্কের পূর্ণ সমর্থন জানান।

উভয় নেতা আগামী বছর ২০২৪-এ ভারত-ডেনমার্ক সহযোগিতার ৭৫-তম বার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন এবং দু-দেশের সম্পর্ককে আরো বৈচিত্র্যপূর্ণ করে তোলার জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন নতুন আঙ্গিক অনুসন্ধানে সম্মত হয়েছেন।

 

PG/AB/NS