নয়াদিল্লি, ১৭ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখরের জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;
“প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখরের জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা জানাই। দেশের প্রতি তাঁর বিশেষ অবদান রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রেও তাঁর ব্যাপক ভূমিকা ছিল। দারিদ্র দূরীকরণে ও সমাজ সেবায় তিনি নিরন্তর কাজ করেছেন।”
PG/PM/NS
Tributes to former PM Shri Chandra Shekhar Ji on his birth anniversary. He made a rich contribution to our nation and was widely respected across the political spectrum. He served society with utmost dedication and worked to remove poverty.
— Narendra Modi (@narendramodi) April 17, 2023