নয়াদিল্লি, ১৮ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকলকে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী সংগ্রহালয়টি ঘুরে দেখার অনুরোধ জানিয়েছেন।
প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের পুত্র শ্রী নিরজ শেখর এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী সংগ্রহালয় ঘুরে দেখার অভিজ্ঞতা জানিয়েছেন। এই ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন :
“চন্দ্রশেখরজির মতো মহান ব্যক্তিত্বের সঙ্গে সময় কাটানোর সৌভাগ্য আমার হয়েছিল। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে দেশবাসী চন্দ্রশেখরজি ছাড়াও আমাদের সমস্ত প্রধানমন্ত্রীর বিষয়ে জানতে পারবেন। সকলের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই এটি ঘুরে দেখুন।”
PG/CB/DM/
यह मेरा सौभाग्य था कि चंद्रशेखर जी जैसे महान व्यक्तित्व के साथ मुझे समय बिताने का मौका मिला और बहुत कुछ सीखने को मिला। प्रधानमंत्री संग्रहालय में देशवासी चंद्रशेखर जी के साथ ही अपने सभी प्रधानमंत्रियों के योगदान को देख पाएंगे। मैं हर किसी से अनुरोध करूंगा कि वो यहां जरूर जाएं। https://t.co/8Mm2z4Dpzl
— Narendra Modi (@narendramodi) April 18, 2023