নয়াদিল্লি, ১৪ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশবাসীর প্রতিভা ও শিল্পোদ্যোগের ভাবনা প্রদর্শিত হয়েছে । কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, ২০২২ – ২৩ অর্থবর্ষে ৭৭ হাজার কোটি ডলার মূল্যের পরিষেবা ও পণ্য সামগ্রী রপ্তানী করে ভারত নতুন এক রেকর্ড গড়েছে।
এই ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতবাসীর প্রতিভা ও শিল্পোদ্যোগের ভাবনা প্রদর্শিত হয়েছে। সারা বিশ্ব উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভারতের দিকে তাকিয়ে রয়েছে”।
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1916220
PG/CB/SB
The people of India are showcasing their talent and spirit of enterprise. The world is looking towards India with optimism and enthusiasm. https://t.co/IkLyAu1JvF https://t.co/EcFWCE0B5E
— Narendra Modi (@narendramodi) April 14, 2023