নয়াদিল্লি, ০৭ এপ্রিল, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মা ও বোনেদের জীবনে উজ্জ্বলা প্রকল্পের ইতিবাচক প্রভাবের জন্য প্রশংসা করেছেন।
উজ্জ্বলা প্রকল্প কিভাবে মা ও বোনেদের জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করেছে – এ সংক্রান্ত একটি ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়ে এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের গরীব মা ও বোনেদের জীবনে উজ্জ্বলা যেভাবে আশার আলো জ্বালিয়েছে, তা অত্যন্ত উৎসাহব্যঞ্জক”।
PG/CB/SB
‘उज्ज्वला’ ने जिस प्रकार हमारी गरीब माताओं और बहनों के जीवन को आसान बनाकर खुशियों से रोशन किया है, वो बहुत उत्साहित करने वाला है। pic.twitter.com/bQG5DDQInZ
— Narendra Modi (@narendramodi) April 7, 2023