Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

নাগা সংস্কৃতি প্রাণবন্ততা, বীরত্ব এবং প্রকৃতির প্রতি সম্মানের অপর নাম : প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ০৬ এপ্রিল, ২০২৩

নাগাল্যান্ড সরকারের পিএইচইডি এবং সহযোগিতা বিষয়ক মন্ত্রী শ্রী জেকব ঝিমোমির এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “জি-২০’র একটি অনুষ্ঠানে বৈচিত্র্যময় নাগা সংস্কৃতি দারুণভাবে প্রদর্শিত হয়েছে। নাগা সংস্কৃতি প্রাণবন্ততা, বীরত্ব এবং প্রকৃতির প্রতি সম্মানের অপর নাম”।

একগুচ্ছ ট্যুইটে শ্রী জেকব ঝিমোমি জি-২০ প্রতিনিধিদের নাগাল্যান্ডের কোহিমায় সাদর আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে কথা বলেন।

তিনি বলেন, প্রতিনিধিদের প্রাণবন্ত নাগা ভাই ও বোনেরা ঐতিহ্যবাহী নাগা নৃত্যের মাধ্যমে স্বাগত জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন, “জি-২০ অনুষ্ঠানের সময় নাগা সংস্কৃতি এক দারুণ প্রতিফলন এই ট্যুইটগুচ্ছতে পরিস্ফুট হয়েছে। নাগা সংস্কৃতি প্রাণবন্ততা, বীরত্ব এবং প্রকৃতির প্রতি সম্মানের অপর নাম”।

PG/PM/SB