Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গোয়া সোলার রুফটপ পোর্টালটির প্রশংসা করলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২ এপ্রিল, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সৌরশক্তি আহরণে গোয়া সোলার রুফটপ পোর্টালটি একটি সুচিন্তিত পদক্ষেপ। নিরন্তর উন্নয়ন প্রচেষ্টাকে তা আরও উৎসাহিত করবে। সোলার রুফটপ অনলাইন পোর্টালgoasolar.in-টি তৈরি করেছে গোয়া এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি। নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি এবং বিদ্যুৎ দপ্তরের সঙ্গে সহযোগিতাক্রমে এটি উদ্ভাবিত হয়েছে।

গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্তের একগুচ্ছ ট্যুইট বার্তার উত্তরে প্রধানমন্ত্রী যে বার্তাটি পাঠিয়েছেন তাতে তিনি বলেছেন – “সৌরশক্তি আহরণ এবং নিরন্তর উন্নয়ন প্রচেষ্টাকে জোরদার করে তোলার ক্ষেত্রে এটি একটি বেশ ভালো পদক্ষেপ।”

PG/SKD/DM/
Attachments area
Preview YouTube video Madhavpur Mela is a manifestation of the spirit of Ek Bharat, Shreshtha Bharat: PM Modi