নয়াদিল্লি, ২৩ মার্চ, ২০২৩
আগামী ২৫ মার্চ সকালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটক সফর করবেন। চিক্কাবাল্লাপুরে শ্রী মধুসুদন সাই ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ-এর উদ্বোধন করবেন তিনি। বেলা ১টা নাগাদ ব্যাঙ্গালোর মেট্রোর হোয়াইটফিল্ড (কাড়ুগোড়ি) থেকে কৃষ্ণারাজাপুরা লাইনের উদ্বোধন করবেন এবং তিনি মেট্রো রেলে সফর করবেন।
চিক্কাবাল্লাপুরে প্রধানমন্ত্রী
এই এলাকায় এই নতুন উদ্যোগ ছাত্রছাত্রীদের নতুন সুযোগ এনে দেবে এবং মূল্যসাশ্রয়ী স্বাস্থ্য পরিষেবার সুযোগ প্রদান করবে। প্রধানমন্ত্রী শ্রী মধুসুদন সাই ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ (এসএমএসআইএমএসআর)-এর উদ্বোধন করবেন যেটি চিক্কাবাল্লাপুর মুদ্দেনাহাল্লির সত্য সাই গ্রামে শ্রী সত্য সাই ইউনিভার্সিটি ফর হিউম্যান এক্সলেন্স স্থাপন করে। গ্রামীণ এলাকায় অবস্থিত মেডিকেল শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবাকে বিকেন্দ্রিকরণ করার লক্ষ্যে এটি গড়ে উঠেছে। এসএমএসআইএমএসআর সকলকে নিখরচায় মেডিকেল চিকিৎসা ও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করবে। ২০২৩ শিক্ষাবর্ষ থেকে এই ইনস্টিটিউট কাজ শুরু করবে।
বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী
দেশজুড়ে বিশ্বমানের শহর পরিবহণ পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে প্রধানমন্ত্রী। এই লক্ষ্যেই ব্যাঙ্গালোর মেট্রোর দ্বিতীয় পর্যায়ে হোয়াইটফিল্ড (কাড়ুগড়ি) থেকে কৃষ্ণরাজাপুরা পর্যন্ত ৩১.৭১ কিলোমিটার মেট্রো রেলপথের সম্প্রসারণ ঘটানো হবে। প্রধানমন্ত্রী হোয়াইটফিল্ড (কাড়ুগড়ি) মেট্রো স্টেশনে এর উদ্বোধন করবেন। ৪,২৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মেট্রো রেলপথ বেঙ্গালুরুর যাত্রীদের পরিচ্ছন্ন, নিরাপদ, দ্রুত এবং আরামদায়ক যাত্রার সুযোগ এনে দেবে। এর ফলে শহরের যানজট কমবে এবং যানবাহনের গতি বৃদ্ধি পাবে।
PG/AB/DM