নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সরকারের নীতির ফলে চিনি শিল্প ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমরের ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন;
“কৃষক ভাই-বোনদের জীবনে এভাবেই আনন্দ বজায় থাকুক এই কামনাই করি। তাদের কল্যাণের জন্য আমরা সব রকম চেষ্টা চালাবো।”
PG/PM/NS
किसान भाई-बहनों के जीवन में खुशियों की मिठास यूं ही घुलती रहे, यही कामना है। उनके कल्याण के लिए हम कोई कोर-कसर नहीं छोड़ने वाले हैं। https://t.co/LT0yF9npiM
— Narendra Modi (@narendramodi) March 16, 2023