নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নোকিয়ার প্রেসিডেন্ট এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী পেক্কা লুন্ডমার্ক সাক্ষাৎ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “শ্রী @PekkaLundmark – এর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে আমরা সমাজ কল্যাণের জন্য প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেছি। বৈঠকে পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিকাঠামো নির্মাণে ভারতের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে”।
PG/CB/SB
A fruitful meeting with Mr. @PekkaLundmark in which we discussed aspects relating to technology and leveraging it for the welfare of society. We also discussed India’s strides in building next generation digital infrastructure. https://t.co/oFsEUMib0v
— Narendra Modi (@narendramodi) March 13, 2023