নয়াদিল্লি, ০৮ মার্চ, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট শিক্ষাবিদ ইন্দিবর দেউরির প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে করা এক ট্যুইটে বলা হয়েছে, “ইন্দিবর দেউরিজীর প্রয়াণে মর্মাহত। শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্যের ক্ষেত্রে তাঁর বিশেষ ভূমিকা ছিল। শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও তাঁর অনুগামীদের জানাই সমবেদনা। ওঁ শান্তি: PM @narendramodi”
PG/PM/SB
Pained by the passing away of Shri Indibor Deuri Ji. He made a rich contribution to the world of literature, culture and education. Condolences to his family and admirers. Om Shanti: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 8, 2023