নয়াদিল্লি, ৪ মার্চ, ২০২৩
প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদি শুক্রবার নতুন দিল্লিতে শ্রী বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বিল গেটস-এর সাম্প্রতিক ভারত সফরে তাঁর ‘নোট’ শেয়ার সংক্রান্ত তাঁর এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন :
@BillGates এর সঙ্গে সাক্ষাৎ করে এবং মূল বিষয়গুলির উপর ব্যাপক আলোচনা করতে পেরে আনন্দিত। তার নম্র ব্যবহার এবং একটি ভাল এবং আরো সুস্থায়ী পৃথিবী তৈরি করার বিষয়ে সদিচ্ছা স্পষ্টভাবে পরিলক্ষিত।”
তাঁর বার্তায় শ্রী গেটস বলেন, “আমি এই সপ্তাহে ভারতে ছিলাম, সেখানে স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উদ্ভাবনী কাজ সম্পর্কে শিখছি। বিশ্বের যখন নানা চ্যালেঞ্জের মোকাবিলা করছে এমন সময়ে ভারতের মতো একটি গতিশীল এবং সৃজনশীল জায়গায় যাওয়া অনুপ্রেরণাদায়ক।”
প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎকে তাঁর সফরের মুল বিষয় হিসেবে উল্লেখ করে শ্রী গেটস বলেন, “প্রধানমন্ত্রী মোদী এবং আমার যোগাযোগে রয়েছে, বিশেষ করে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি এবং ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে। ভারতে প্রচুর নিরাপদ, কার্যকরী, এবং সাশ্রয়ী মূল্যের ভ্যাকসিন তৈরি করার আশ্চর্য ক্ষমতা রয়েছে, যার মধ্যে কয়েকটি গেটস ফাউন্ডেশন দ্বারা সমর্থ পুষ্ট। ভারতে উত্পাদিত ভ্যাকসিনগুলি অতিমারী চলাকালীন সময়ে লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছে এবং বিশ্বজুড়ে অন্যান্য রোগ প্রতিরোধ করেছে।”
শ্রী গেটস অতিমারী মোকাবিলায় ভারতের পরিচালনার বিষয়ে আলোচনা করেছিলেন এবং বলেছিলেন “নতুন জীবন বাঁচানোর সরঞ্জাম তৈরির পাশাপাশি, ভারত সেগুলি সরবরাহের ক্ষেত্রেও দুর্দান্ত কাজ করেছে— এর জনস্বাস্থ্য ব্যবস্থা ২ দশমিক ২ বিলিয়ন ডোজ কোভিড ভ্যাকসিন সরবরাহ করেছে। তারা কো-উইন নামে একটি ওপেন-সোর্স প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা কোটি কোটি মানুষের ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করতে সাহায্য করেছে এবং যাদের টিকা দেওয়া হয়েছিল তাদের জন্য ডিজিটাল শংসাপত্র প্রদান করেছে। ভারতের সর্বজনীন টিকাদান কর্মসূচিকে সমর্থন করার জন্য এই প্ল্যাটফর্মটি এখন প্রসারিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদি বিশ্বাস করেন যে কো-উইন বিশ্বের জন্য একটি মডেল, এবং আমি এই বিষয়ে একমত।
বিল গেটস ডিজিটাল অর্থপ্রদানে ভারতের অগ্রগতির প্রশংসা করেন এবং বলেন “অতিমারী চলাকালীন ভারত ২০ কোটি মহিলা সহ ৩০ কোটি মানুষকে আপৎকালীনভাবে ডিজিটাল উপায়ে অর্থ প্রদান করতে সক্ষম হয়েছিল। এটি কেবলমাত্র সম্ভব হয়েছে কারণ ভারত আর্থিক অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়েছে, একটি ডিজিটাল আইডি ব্যবস্থাপনায় বিনিয়োগ করেছে (যাকে আধার বলা হয়) এবং ডিজিটাল ব্যাঙ্কিংয়ের জন্য উদ্ভাবনী প্ল্যাটফর্ম তৈরি করেছে৷ আর্থিক অন্তর্ভুক্তি একটি দুর্দান্ত বিনিয়োগ।”
শ্রী গেটস তাঁর বার্তায়’ বিভিন্ন ক্ষেত্রে ভারতের কৃতিত্বের কথাও বলেন যেমন প্রধানমন্ত্রী গতিশক্তি মাস্টার প্ল্যান, জি২০ সভাপতিত্ব, শিক্ষা, উদ্ভাবন, রোগের বিরুদ্ধে লড়াই করা এবং মিলেটের ব্যবহার।
শ্রী গেটস তাঁর বার্তার শেষে বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথোপকথন আমাকে, স্বাস্থ্য, উন্নয়ন এবং জলবায়ু ক্ষেত্রে ভারত যে অগ্রগতি করছে সে সম্পর্কে আমাকে আগের চেয়ে অনেক বেশি আশাবাদী করেছে। আমরা যখন উদ্ভাবনের ক্ষেত্রে বিনিয়োগ করি তখন কতটা উন্নয়ন সম্ভব তা দেখাচ্ছে এই দেশ। আমি আশা করি ভারত এই অগ্রগতি অব্যাহত রাখবে এবং বিশ্বের সঙ্গে তার উদ্ভাবনগুলি ভাগ করে নেবে।”
PG/PM/ NS
Delighted to meet @BillGates and have extensive discussions on key issues. His humility and passion to create a better as well as more sustainable planet are clearly visible. https://t.co/SYfOZpKwx8 pic.twitter.com/PsoDpx3vRG
— Narendra Modi (@narendramodi) March 4, 2023