Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

প্রধানমন্ত্রী তেসরা ফেব্রুয়ারি বিশ্ব শান্তির জন্য কৃষ্ণগুরু একনাম অখন্ড কীর্তনে অংশ নেবেন


নয়াদিল্লি,  ০১  ফেব্রুয়ারি, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তেসরা ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টেয় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অসমের বরপেটায় বিশ্ব শান্তির জন্য কৃষ্ণগুরু সেবাশ্রমে আয়োজিত কৃষ্ণগুরু একনাম অখন্ড কীর্তনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী কৃষ্ণগুরু সেবাশ্রমের ভক্তদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।

পরমগুরু কৃষ্ণগুরু ঈশ্বর ১৯৭৪ সালে অসমের বরপেটার নসত্র গ্রামে কৃষ্ণগুরু সেবাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মহা বৈষ্ণব মনোহর দেবের নবম বংশধর যিনি মহান বৈষ্ণব সন্ত শ্রী শঙ্করদেবের অনুগামী ছিন। বিশ্ব শান্তির জন্য ৬ জানুয়ারি থেকে কৃষ্ণগুরু সেবাশ্রমে একমাস ব্যাপি কৃষ্ণগুরু একনাম অখন্ড কীর্তনের আয়োজন করা হয়েছে। 

PG/PM/NS