Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

২৮ জানুয়ারি কারিয়াপ্পা গ্রাউন্ডে এনসিসি সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি,  ২৬  জানুয়ারি, ২০২৩
 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৮ জানুয়ারি বিকেল ৫:৪৫ মিনিট নাগাদ কারিয়াপ্পা গ্রাউন্ডে এনসিসি সমাবেশে ভাষণ দেবেন।

এ বছর এনসিসি তাদের ৭৫-তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একটি বিশেষ প্রচ্ছদ এবং ৭৫ টাকা মূল্যের একটি স্মারক মুদ্রার আনুষ্ঠানিক প্রকাশ করবেন। দিন-রাত্রির এই সমাবেশে অন্য বিভিন্ন বিষয়ের সঙ্গে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। প্রকৃত ভারতীয় ভাবধারা বসুধৈব কুটুম্বকম-এর অঙ্গ হিসেবে ১৯টি দেশের ১৯৬ জন আধিকারিক এবং ক্যাডেটকে এই উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়েছে।

 

PG/AB/NS