নয়াদিল্লি, ২৩ জানুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সংসদের সেন্ট্রাল হল – এ নেতাজী সুভাষ চন্দ্র বসুকে সম্মান জানানোর জন্য আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নির্বাচিত যুবক-যুবতীদের সঙ্গে ‘নিজেদের নেতাকে জানো’ শীর্ষক এক অনুষ্ঠানে আলাপচারিতায় অংশ নেন। প্রধানমন্ত্রীর বাসস্থান ৭, লোক কল্যাণ মার্গ – এ এর আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তরুণ-তরুণীদের সঙ্গে স্পষ্ট ভাষায় খোলামেলা কথা বলেন। তিনি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন ও তা থেকে শিক্ষণীয় বিষয়গুলি তুলে ধরেন। ব্যক্তি জীবনে কখনও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে ঐতিহাসিক ব্যক্তিত্বদের জীবন কাহিনী পড়ার পরামর্শ দেন শ্রী মোদী।
দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ও সংসদে সেন্ট্রাল হল – এ বসার সুযোগ পেয়ে আপ্লুত যুবক-যুবতীরা তাঁদের আনন্দের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, এই অনুষ্ঠান তাঁদের বুঝিয়েছে যে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য বলতে সঠিক কি বোঝানো হয়। এই অনুষ্ঠানে দেশের প্রতিটি প্রান্ত থেকে বহু মানুষ একত্রিত হয়েছেন।
এর আগে কেবলমাত্র দেশের গণ্যমান্য ব্যক্তিদেরই সংসদের সেন্ট্রাল হল – এ জাতীয় নেতাদের পুষ্পার্ঘ্য অর্পণ করতে আহ্বান জানানো হ’ত। কিন্তু, এবার এই ধারা পরিবর্তন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮০ জন যুবক-যুবতীকে সংসদে এসে নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হয়। ‘আপনার নেতাকে জানুন’ কর্মসূচির মাধ্যমে তাঁদের নির্বাচিত করা হয়। দীক্ষা পোর্টালে এবং MyGov – এ আয়োজিত বিভিন্ন রকম ক্যুইজ ও অন্যান্য প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে জেলা ও রাজ্যস্তরে এই ৮০ জনকে নির্বাচিত করা হয়েছিল। এদের মধ্যে ৩১ জন সংসদের সেন্ট্রাল হল – এ আয়োজিত এই পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে নেতাজীর অবদান সম্পর্কে বক্তব্য রাখার সুযোগ পান। বাংলা, হিন্দি, ইংরেজি, সংস্কৃত ও মারাঠী – এই ৫টি ভাষায় বক্তব্য রাখেন তাঁরা।
PG/PM/SB
Had a lively interaction with a group of youngsters from across the country who were a part of the ‘Know Your Leader’ programme. Here are highlights from this programme. pic.twitter.com/0MZRZ5L5lx
— Narendra Modi (@narendramodi) January 24, 2023