Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

উত্তর প্রদেশের বস্তি জেলায় ১৮ জানুয়ারি সংসদ খেল মহাকুম্ভ ২০২২-২৩এর দ্বিতীয় পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি,  ১৭  জানুয়ারি, ২০২৩

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের বস্তি জেলায় আগামী ১৮ জানুয়ারি বেলা ১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংসদ খেল মহাকুম্ভ ২০২২-২৩এর দ্বিতীয় পর্বের উদ্বোধন করবেন। বস্তির লোকসভা সাংসদ হরিশ দ্বিবেদী ২০২১ সাল থেকে সংসদ খেল মহাকুম্ভের আয়োজন করে আসছেন।

২০২২-২৩এর সংসদ খেল মহাকুম্ভ দুটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে। ২০২২এর ১০ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। খেল মহাকুম্ভের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ২০২৩এর ১৮ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত।

খেল মহাকুম্ভ ইন্ডোর এবং আউটডোর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে যেমন- কুস্তি, কাবাডি, খো খো, বাস্কেট বল, ফুটবল, হকি, ভলিবল, হ্যান্ডবল, দাবা, ক্যারাম, ব্যাডমিন্ডন, টেবিল টেনিস প্রভৃতি। এগুলি ছাড়াও প্রবন্ধ রচনা, ছবি আঁকা, রঙ্গোলি প্রভৃতি প্রতিযোগিতাও খেল মহাকুম্ভে অনুষ্ঠিত হয়ে থাকে। বস্তি জেলা এবং তার সংলগ্ন এলাকার তরুণদের ক্রীড়া প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিতে খেল মহাকুম্ভ একটি মঞ্চ হিসেবে কাজ করে এবং ক্রীড়াকে তাদের পেশা হিসেবে বেছে নিতে উদ্বুদ্ধ করে। এটা এলাকার তরুণ সম্প্রদায়ের মধ্যে একটা শৃঙ্খলা বোধ, দলগতভাবে কাজ করার নিষ্ঠা, স্বাস্থ্যকর প্রতিযোগিতা, আত্মবিশ্বাস এবং দেশাত্মবোধ গড়ে তুলতেও সাহায্য করে।

PG/AB/NS