নয়াদিল্লি, ১৩ জানুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লোহরি উপলক্ষে জনসাধারণকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন;
“চমৎকার লোহরি উপভোগ করুন। এই উৎসব সমাজে ঐক্যের ভাবধারাকে গভীরতা দিক। সর্বত্র আনন্দ বিরাজ করুক।”
PG/AB/NS
Have a wonderful Lohri! May this festival deepen the spirit of harmony in our society. May there be happiness all around. pic.twitter.com/s7tzg0puVX
— Narendra Modi (@narendramodi) January 13, 2023