Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট ২০২৩-এর উদ্বোধনী নেতৃত্ব অধিবেশনে প্রধানমন্ত্রীর সমাপ্তি ভাষণ


নয়াদিল্লি, ১২ জানুয়ারি, ২০২৩

মহোদয়গণ,

আমি আপনাদের অন্তর্দৃষ্টিমূলক বক্তব্যের জন্য ধন্যবাদ জানাই। প্রথম ‘ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট’-এর পরবর্তী আটটি অধিবেশনে আপনাদের পর্যবেক্ষণ আমাদের পথ প্রদর্শন করবে। আপনাদের কথা থেকে এটা স্পষ্ট যে মানব-কেন্দ্রিক উন্নয়ন বিকাশশীল দেশগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। আজকের আলোচনা থেকে যে সাধারণ সমস্যাগুলি উঠে এল সেগুলি আমাদের মনে সবার ওপরে স্থান পেয়েছে। এটা মূলত আমাদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সম্পদের অভাব এবং স্বাভাবিক জলবায়ু এবং ভূ-রাজনৈতিক আবহাওয়া – এই দুটিতেই অস্থিরতা বেড়ে চলেছে। এ সত্ত্বেও এটা স্পষ্ট যে আমাদের মতো বিকাশশীল দেশগুলি ইতিবাচক প্রাণশক্তি ও আত্মবিশ্বাসে ভরপুর।

বিংশ শতাব্দীতে বিকাশশীল দেশগুলি আন্তর্জাতিক অর্থনীতির চালক ছিল। আজ উন্নত দেশগুলির বেশিরভাগই ক্রমশ পিছিয়ে পড়ছে। এটা স্পষ্ট যে একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক বৃদ্ধি দক্ষিণের দেশগুলি থেকে হবে। আমার মনে হয় যে যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি তাহলে বিশ্বকে চালনা করতে পারব। আজ এবং আগামীকালের পরবর্তী অধিবেশনগুলিতে আমরা মূল্যবান ধারণাগুলির আরও পরিশীলন করব যেগুলি আমাদের আজকের আলোচনা থেকে উঠে আসবে। আমাদের প্রয়াস হবে গ্লোবাল সাউথ-এর জন্য আমাদের কাজগুলিকে ছেঁকে নেওয়া – সেটা আমরা কতদূর একসঙ্গে কাজ করতে পারি এবং আন্তর্জাতিক বিষয়ে আমরা একসঙ্গে কিভাবে এগোতে পারি। ‘ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ’-এর প্রয়োজন নিজস্ব দৃষ্টিভঙ্গি স্থির করা। সেইসঙ্গে, আমাদের ব্যবস্থার ওপর নির্ভরতার চক্রের থেকে বেরোনোর উপায় খুঁজতে হবে। যা আমাদের হাতে নেই সেই পরিস্থিতি থেকেও মুক্তি পেতে হবে।

আমি আপনাদের আরও একবার ধন্যবাদ জানাই আপনাদের সময়, উপস্থিতি এবং মূল্যবান মন্তব্যের জন্য।

ধন্যবাদ!

 

PG/AP/DM/