নয়াদিল্লি, ১১ জানুয়ারি, ২০২৩
রুপে ডেবিট কার্ডের প্রসার এবং ভীম ইউপিআই – এর মাধ্যমে অপেক্ষাকৃত কম অঙ্কের লেনদেনের ক্ষেত্রে সুযোগ-সুবিধাদানের কর্মসূচিটি ২০২২ – এর এপ্রিল থেকে এক বছরের জন্য চালু রাখার প্রস্তাবটি আজ অনুমোদিত হ’ল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এই কর্মসূচিটি চালু রাখার জন্য ২০২২-২৩ অর্থ বছরে আর্থিক সংস্থান রয়েছে ২,৬০০ কোটি টাকার। এর আওতায় রুপে ডেবিট কার্ডের প্রসারে ব্যাঙ্কগুলিকে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২-২৩ অর্থ বছরের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, ডিজিটাল পদ্ধতিতে লেনদেনকে সরকার উৎসাহ যুগিয়ে যাবে। কারণ, এই পদ্ধতি একদিকে যেমন ব্যয়সাশ্রয়ী, অন্যদিকে তেমনই ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষেই সুবিধাজনক। অর্থমন্ত্রীর বাজেট ঘোষণাকে অনুসরণ করে এই সুযোগ-সুবিধাদান কর্মসূচিটিকে বাস্তবায়িত করা হয়।
সরকারের মতে, এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন একদিকে যেমন আরও উৎসাহিত হয়ে উঠবে, অন্যদিকে তেমনই ‘সবকা সাথ, সবকা বিকাশ’ এই ধারণাটিরও সফল বাস্তবায়ন ঘটবে।
PG/SKD/SB
India's strides in digital payments will be further strengthened by today's Cabinet decision regarding promotion of RuPay Debit Cards and BHIM-UPI transactions. https://t.co/IoBL59gDU8
— Narendra Modi (@narendramodi) January 11, 2023