নয়াদিল্লি, ১০ জানুয়ারি, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তব্য পথে অ্যাসট্রোনাইট স্কাই ট্যুরিজমের আয়োজন করায় দিল্লি জাতীয় বিজ্ঞান কেন্দ্রের প্রশংসা করেছেন।
দিল্লির জাতীয় বিজ্ঞান কেন্দ্রের এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী ট্যুইটে বলেন;
“মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আমাদের যুব সমাজের আগ্রহ বাড়াতে এ এক চিত্তাকর্ষক প্রয়াস।”
PG/PM/NS
Interesting effort to ignite curiosity towards space and astronomy among our youth. https://t.co/jeOZiq0QVV
— Narendra Modi (@narendramodi) January 10, 2023