নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রী অটল বিহারী বাজপেয়ীকে ‘সদৈব অটল’ – এ এবং সংসদ ভবনে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আজ সকালে ‘সদৈব অটল’ – এ এবং সংসদ ভবনে অটলজীকে শ্রদ্ধা নিবেদন করেছি”।
PG/CB/SB
Earlier today, paid tributes to Atal Ji at ‘Sadaiv Atal’ and at Parliament House. pic.twitter.com/XDrkhWE3vs
— Narendra Modi (@narendramodi) December 25, 2022