নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর, ২০২২
নেপালের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ায় কমরেড প্রচন্ড’কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “নেপালের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ায় কমরেড প্রচন্ড’কে আন্তরিক অভিনন্দন। ভারত ও নেপালের মধ্যে অনন্য সম্পর্ক, সুদীর্ঘ সাংস্কৃতিক যোগাযোগ এবং মানুষে মানুষে উষ্ণ মেলবন্ধনের সঙ্গে জড়িত। আমাদের এই বন্ধুত্বকে আরও শক্তিশালী করতে আপনার সঙ্গে যৌথ সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী”।
PG/CB/SB
Warmest congratulations @cmprachanda on being elected as the Prime Minister of Nepal. The unique relationship between India & Nepal is based on deep cultural connect & warm people-to-people ties. I look forward to working together with you to further strengthen this friendship.
— Narendra Modi (@narendramodi) December 25, 2022