মার্কিন অর্থনীতিবিদ প্রফেসর পল মাইকেল রোমার
( Oct 20, 2024 )
আমার মতে, অন্যান্য দেশের, বিশেষ করে ডিজিটাল সাউথের দেশগুলির মনে করা উচিত, ভারত যদি এটা করতে পারে, তবে আমরাও পারব। তারা ভারত থেকে অনুপ্রেরণা এবং আস্থা গ্রহণ করতে পারে এবং একটি সাফল্যের কাহিনি লেখার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতে পারে। তাদের ধনী দেশগুলোর উপর নির্ভর করার দরকার নেই। বরং, তাদের নিজেদের বাস্তবতার ভিত্তিতে কাজ শুরু করা উচিত। আমরা ধনী দেশগুলিকেও দায়িত্বে থাকতে দিতে চাই না, কারণ তারা হয়তো জীবনযাত্রার মান উন্নত করতে পারে না, যা আমরা আমাদের নাগরিকদের জন্য চাই।