নয়াদিল্লি, ১৬ নভেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বালিতে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে বৈঠক করেন।
এটি ছিল দুই নেতার মধ্যে প্রথম সাক্ষাৎ। ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় ঋষি সুনক-কে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শ্রী মোদী।
উভয় নেতা ভারত – ব্রিটেন কৌশলগত অংশীদারিত্ব সহ আগামী দিনের সম্পর্কের জন্য পথদিশা ২০৩০ – এর কাজের অগ্রগতি খতিয়ে দেখেন ও সন্তোষ প্রকাশ করেন। জি-২০ ও কমনওয়েলথ সহ বহুপাক্ষিক মঞ্চে একযোগে কাজ করার বিষয়টি নিয়েও আলোচনা করেন তাঁরা।
বাণিজ্য, যোগাযোগ, প্রতিরক্ষা নিরাপত্তা সহ নানা ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়েও বৈঠকে মতবিনিময় করেন ভারত ও ব্রিটেনের দুই প্রধানমন্ত্রী।
PG/PM/SB
Prime Ministers @narendramodi and @RishiSunak met on the margins of @g20org Summit in Bali. The leaders exchanged views on further strengthening the India-UK cooperation in various sectors including commerce and defence. @10DowningStreet pic.twitter.com/DL4gfH8jeI
— PMO India (@PMOIndia) November 16, 2022
Was great to meet PM @RishiSunak in Bali. India attaches great importance to robust India-UK ties. We discussed ways to increase commercial linkages, raise the scope of security cooperation in context of India’s defence reforms and make people-to-people ties even stronger. pic.twitter.com/gcCt35m1uw
— Narendra Modi (@narendramodi) November 16, 2022