Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

বেঙ্গালুরু কেএসআর রেল স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস এবং ভারত গৌরব কাশী দর্শন ট্রেনের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী

বেঙ্গালুরু কেএসআর রেল স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস এবং ভারত গৌরব কাশী দর্শন ট্রেনের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী

বেঙ্গালুরু কেএসআর রেল স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস এবং ভারত গৌরব কাশী দর্শন ট্রেনের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১১ নভেম্বর ২০২২

বেঙ্গালুরুতে আজ কেএসআর রেল স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস এবং ভারত গৌরব কাশী দর্শন ট্রেনের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ক্রান্তিবীর সাঙ্গোলি রায়ানা (কেএসআর) রেল স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের যাত্রা সূচনা উপলক্ষে প্রধানমন্ত্রী এসে পৌঁছন এবং চেন্নাই-মাইসুরু বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর সবুজ সঙ্কেত দেন। দক্ষিণ ভারতে প্রথম এবং দেশের মধ্যে এটি পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। চেন্নাইয়ের শিল্প তালুক, বেঙ্গালুরুর প্রযুক্তি ও স্টার্ট-আপ তালুক এবং বিখ্যাত পর্যটন শহর মাইসুরুর মধ্যে এই ট্রেন যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটাবে।

প্রধানমন্ত্রী এক ট্যুইট বার্তায় বলেছেন –

“চেন্নাই-মাইসুরু বন্দে ভারত এক্সপ্রেস যোগাযোগ ও বাণিজ্যিক কাজকর্মের প্রসার ঘটাবে। এর পাশাপাশি, এটি জীবনযাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। বেঙ্গালুরুতে এই ট্রেনের যাত্রার সূচনা করতে পেরে আমি খুশি।”

এরপর প্রধানমন্ত্রী ‘ভারত গৌরব কাশী দর্শন’ ট্রেন যাত্রার সবুজ সঙ্কেত দিতে ৮ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছন। ‘ভারত গৌরব’ প্রকল্পের অধীন কর্ণাটকে এই ট্রেন প্রথম চালু হচ্ছে। কর্ণাটক থেকে কাশীতে তীর্থযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য রেল মন্ত্রক এবং কর্ণাটক সরকার যৌথভাবে এক্ষেত্রে কাজ করে। কাশী, অযোধ্যা এবং প্রয়াগরাজ সফরের সময় তীর্থযাত্রীরা যাতে স্বচ্ছন্দে থাকতে পারেন তা নিশ্চিত করা এবং তাঁদের ভ্রমণের প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী ট্যুইটে বলেছেন –

“ভারত গৌরব কাশী যাত্রা ট্রেন প্রথম পাওয়ায় আমি কর্ণাটককে সাধুবাদ জানাচ্ছি। এই ট্রেন কাশী এবং কর্ণাটকের মধ্যে নৈকট্য তৈরি করবে। তীর্থযাত্রী এবং পর্যটকরা অনায়াসেই কাশী, অযোধ্যা এবং প্রয়াগরাজ সফর করতে পারবেন।”

উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী শ্রী বাসবরাজ বোম্মাই, কর্ণাটকের রাজ্যপাল শ্রী থাওয়ার চাঁদ গেহলট এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এবং শ্রী প্রহ্লাদ যোশী।

প্রসঙ্গত উল্লেখ্য, দ্বিতীয় দফার বন্দে ভারত এক্সপ্রেস অনেক বেশি উন্নত এবং এতে বিমান যাত্রার স্বাচ্ছন্দ পাওয়া যাবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনগুলিতে সংঘর্ষ নিরোধক ‘কবচ’ ব্যবস্থা এবং অন্যান্য নিরাপত্তার সুবিধা রয়েছে। কেবলমাত্র ৫২ সেকেন্ডের মধ্যেই প্রতি ঘন্টায় ০-১০০ কিলোমিটার গতি স্পর্শ করতে পারে এবং প্রতি ঘন্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার বেগে এটি চলতে পারে। এই ট্রেনগুলি পরিবেশ-বান্ধব, এতে ৩২ ইঞ্চি স্ক্রিন রয়েছে, সব শ্রেণীর যাত্রীদের জন্য আরামদায়ক আসন রয়েছে যা ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে।

২০২১-এর নভেম্বর মাসে থিম-ভিত্তিক ‘ভারত গৌরব’ ট্রেনের সূচনা হয়। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে এবং ঐতিহাসিক জায়গাগুলিতে দেশী-বিদেশি পর্যটকদের জন্য এই ট্রেনে করে সফর করানো হবে। এতে পর্যটন প্রসার লাভ করবে।

PG/AB/DM