রিও,২০১৬ প্যারা-অলিম্পিক্স-এ যে সমস্ত খেলোয়াড় ভারতের প্রতিনিধিত্ব করছেন, তাঁদেরশুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। প্যারা-অলিম্পিক্স শুরুহচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর থেকে।
একবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আগামী ৭ সেপ্টেম্বর থেকে রিও, ২০১৬প্যারা-অলিম্পিক্স শুরু হতে চলেছে। ভারতের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের দেশেরজনসাধারণ উৎসাহের সঙ্গেই স্বতঃস্ফূর্তভাবে শুভেচ্ছা জানাবেন ।
রিও,২০১৬ প্যারা-অলিম্পিক্স-এ অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের জন্য আমাদের সকলের পক্ষথেকেই রইল বিশেষ শুভেচ্ছা। আমাদের খেলোয়াড়রা যে প্রাণপণ লড়াই করে আমাদের গর্বিতকরে তুলবেন এ বিষয়ে আমি নিশ্চিত।”
PG/SKD/DM
The people of India will be enthusiastically cheering for our athletes representing India at the Rio 2016 Paralympics, starting 7th Sept.
— Narendra Modi (@narendramodi) September 1, 2016
We all wish our contingent for the Rio 2016 Paralympics the very best. I am sure our athletes will give their best & make us proud.
— Narendra Modi (@narendramodi) September 1, 2016