মহামান্য রাষ্ট্রপতিভ্লাদিমির পুতিন,
রাশিয়া ও ভারতের প্রতিনিধিদলের বিশিষ্ট সদস্যগণ,
প্রচার মাধ্যমের সদস্যগণ,
আমি ভারতের পুরনো বন্ধুরাষ্ট্রপতি পুতিনকে গোয়াতে স্বাগত জানাতে পেরে আনন্দিত| রুশভাষায় একটা প্রবাদ রয়েছে:
[অর্থাৎ একজন পুরনো বন্ধুদু’জন নতুন বন্ধুর চেয়েও ভালো|]
মহামান্য পুতিন, ভারতেরপ্রতি আপনার গভীর অনুরাগ সম্পর্কে আমি অবগত| আপনার ব্যক্তিগত মনোযোগ আমাদেরসম্পর্কের দৃঢ়তার উত্স| এবং বিশ্বের জটিল ও পরিবর্তিত পরিস্থিতিতে আপনার নেতৃত্বআমাদের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে স্থায়িত্ব ও সারবত্তা প্রদান করেছে| আমাদেরএ এক সত্যিই অতুলনীয় ও অনন্য সম্পর্ক|
বন্ধুগণ,
গত দুটি বার্ষিক শিখরসম্মেলন থেকে আমাদের অংশীদারিত্বের যাত্রা নবীনতম দৃষ্টি ও উদ্যোগ লক্ষ্য করছে|রাষ্ট্রপতি পুতিন ও আমি এইমাত্র আমাদের সম্পর্কের সার্বিক ক্ষেত্র নিয়ে ব্যাপক ওঅর্থবহ আলোচনা শেষ করলাম| আমাদের আলোচনার উচ্চমাত্রার ফলাফল আমাদের কৌশলগতঅংশীদারিত্বের বিশেষ ও সুবিধাপ্রাপ্ত প্রকৃতিকেই প্রমাণ করে| তা আগামী বছরগুলিতেগভীরভাবে প্রতিরক্ষা ও অর্থনৈতিক বন্ধনের ভিত্তিও স্থাপন করেছে| কামভ 226Tহেলিকপ্টার তৈরি, রণতরী নির্মাণ, এবং প্রতিরক্ষার অন্যান্য বিষয় অধিগ্রহণ ওনির্মাণের চুক্তিগুলি রয়েছে ভারতের প্রযুক্তি ও নিরাপত্তা অগ্রাধিকারের চিত্রে|এগুলো আমাদের মেক ইন ইন্ডিয়া’র লক্ষ্য অর্জনেও সহায়তা করবে| আমরা বার্ষিক সামরিকশিল্প সম্মেলনের জন্যও কাজ করতে সম্মত হয়েছি, যা দুই পক্ষেরই সংশ্লিষ্টদের মধ্যেসহযোগিতার সংস্থান ও উদ্যম এনে দেবে|
এই প্রকল্পগুলি শক্তিশালী ওবহুমুখী প্রতিরক্ষা অংশীদারিত্বের সুদীর্ঘ ইতিহাসে এক নতুন অনুচ্ছেদ যা থেকে দু’পক্ষই অনেক গর্ব করতে পারে| কয়েক মিনিট আগে কুন্ডানকুলুম-২ কে উত্সর্গ করা এবংকুন্ডানকুলুম-২ আর ৩ এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে আমরা ভারত ও রাশিয়ারমধ্যে অসামরিক পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতার বাস্তব ফলাফল দেখেছি| এবং আরওআটটি রিয়েক্টর নির্মাণের প্রস্তাবের মধ্য দিয়ে আমাদের দু’পক্ষেরই মূল্যবান লাভেরজন্য আমাদের পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতার বিস্তৃত প্রেক্ষাপট স্থির হয়েছে|এটা আমদের পরমাণু নিরাপত্তা, উচ্চ প্রযুক্তির অধিগম্যতা ও ভারতে বৃহত্তরস্থানীয়করণ ও উত্পাদনের প্রয়োজনীয়তার ক্ষেত্রেও সুসমঞ্জস্যপূর্ণ| গত বছর মস্কোতেআমি বলেছিলাম, রাশিয়ার হাইড্রোকার্বন ক্ষেত্রে আমাদের উপস্থিতি বৃদ্ধি করব|শুধুমাত্র গত চার মাসেই হাইড্রোকার্বন ক্ষেত্রে আমাদের সুদৃঢ় ও গভীর সংযুক্তিরস্পষ্ট অভিব্যক্তি হিসেবে ভারতীয় কোম্পানিগুলি রাশিয়ার তেল ও গ্যাস ক্ষেত্রে ৫.৫বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি বিনিয়োগ করেছে| এবং রাষ্ট্রপতি পুতিনের সহযোগিতায়আমরা আমাদের সংযুক্তির সুযোগকে আরও প্রসারিত করতে ইচ্ছুক ও প্রস্তুত| আমরা আমাদেরদুই দেশের মধ্যে একটি গ্যাস পাইপলাইন রুটের জন্য যৌথ সমীক্ষাও হাতে নিয়েছি| সুদৃঢ়অসামরিক পরমাণু সহযোগিতা, এল.এন.জি. সোর্সিং, তেল ও গ্যাস ক্ষেত্রে অংশিদারিত্ব,পুনর্ণবিকরণের ক্ষেত্রে সহযোগিতার একটি সমন্বয়ই আমাদের দুই দেশের মধ্যে একটিসম্ভাবনাময় ‘শক্তি-সেতু’ নির্মাণ করতে পারে|
বন্ধুগণ, ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে আমরা একটি বিজ্ঞান ও প্রযুক্তিআয়োগ গঠনে সম্মত হয়েছি| এর মাধ্যমে আমাদের বিজ্ঞানীগণ বিভিন্ন ক্ষেত্রেরঅত্যাধুনিক প্রযুক্তির যুগ্ম উন্নয়ন, স্থানান্তর ও আদান-প্রদানের সুফল পাবেন| গতশীর্ষ সম্মেলন থেকে আমরা আমাদের অর্থনৈতিক সংযুক্তি প্রসারিত, বৈচিত্র্যপূর্ণ ওগভীরতর করা অব্যাহত রাখছি| বর্তমানে আমাদের দুই দেশের মধ্যে ব্যবসা ও শিল্পের আরওগভীরভাবে সংযুক্তি ঘটেছে| বাণিজ্য ও বিনিয়োগের বন্ধন উর্ধগতি পেয়েছে| এবংরাষ্ট্রপতি পুতিনের সহযোগিতায় আমরা আশা করছি যে ইউরেশিয়ান ইকনমিক ইউনিয়ন ফ্রিট্রেড এগ্রিমেন্টে ভারতের সংযুক্তি দ্রত গতিতে হবে| গ্রিন করিডোর এবংইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বাণিজ্য সুগমতা ও সংশ্লিষ্ট সহায়কসংযুক্তি শক্তিশালী করা এবং আমাদের দুই দেশের মধ্যে আরও ভালো যোগাযোগ সুনিশ্চিতকরার ক্ষেত্রে ভুমিকা নেবে| ন্যাশনাল ইনভেস্টমেন্ট এন্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড(এন.আই.আই.এফ.) এবং রাশিয়া ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আর.ডি.আই.এফ.)-এর মধ্যে একবিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ তহবিল দ্রুত গঠনের জন্য আমাদের প্রচেষ্টা আমাদেরপরিকাঠামোগত অংশীদারিত্বকে এগিয়ে নেবে| আমরা আমাদের দুই দেশের রাজ্য ও অঞ্চলেরসংযুক্তির জন্য অর্থনৈতিক সংযুক্তি চাই|
বন্ধুগণ,
এই শিখর সম্মেলনের সাফল্যভারত-রাশিয়ার কৌশলগত অংশীদারিত্বের স্থায়ী শক্তিকে উজ্জ্বল করে দেখিয়েছে| এটাআন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় উত্থাপনের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি ও অবস্থানেরশক্তিশালী অভিসৃতিকেও স্পষ্ট করেছে| সন্ত্রাসবাদ মোকাবিলার প্রয়োজনীয়তার ক্ষেত্রেরাশিয়ার অবস্থান আমাদেরই প্রতিবিম্ব| আমাদের সম্পূর্ণ অঞ্চলের সামনে হুমকি স্বরূপআন্তঃ-সীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের পদক্ষেপ সম্পর্কে রাশিয়ার উপলব্ধি ওসহায়তাকে আমরা গভীরভাবে প্রশংসা করি| রাষ্ট্রপতি পুতিন এবং আমি আফগানিস্থানেরঅবস্থা ও পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির সমানতার উল্লেখ করেছি|বিশ্বের অর্থনৈতিক ও আর্থিক বাজারের অস্থিতিশীল অবস্থার প্রতিকুলতা মোকাবিলারক্ষেত্রে আমরা ঘনিষ্টভাবে কাজ করায় সম্মত হয়েছি| সংযুক্ত রাষ্ট্রসংঘ, ব্রিকস, ইস্টএশিয়া সামিট, জি-২০, সাংহাই কো-অপারেশন অর্গ্যানাইজেশনে আমাদের ঘনিষ্ট সহযোগিতাসুযোগ ও ব্যাপ্তি দুই ক্ষেত্রেই আমাদের অংশিদারিত্বকে বৈশ্বিক করেছে|
[এই উজ্জ্বল ভবিষ্যতের দিকেভারত ও রাশিয়া]
A.D.
It gives me great pleasure to welcome President Putin, an old friend of India, here in Goa today: PM @narendramodi pic.twitter.com/ORuFLfTHll
— PMO India (@PMOIndia) October 15, 2016
Since the last two Annual Summits, the journey of our partnership has seen renewed focus and drive: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 15, 2016
President Putin and I have just concluded an extensive and useful conversation on the entire spectrum of our engagement: PM
— PMO India (@PMOIndia) October 15, 2016
We agreed to work on an annual military industrial conf that will allow stakeholders on both sides to institute & push collaboration: PM
— PMO India (@PMOIndia) October 15, 2016
With an eye on the future, we also agreed to set up a Science and Technology Commission: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 15, 2016
We continue to expand, diversify & deepen economic engagement. Businesses, Industry between our countries is connected more deeply today: PM
— PMO India (@PMOIndia) October 15, 2016
Russia’s clear stand on the need to combat terrorism mirrors our own: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 15, 2016
India-Russia ties has given clear direction, fresh impulse, stronger momentum and rich content to our ties: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 15, 2016
Held extensive talks with President Putin. His affection for India & role in enhancing India-Russia ties is a major source of strength. pic.twitter.com/8lTUXHPtfE
— Narendra Modi (@narendramodi) October 15, 2016
Dedication of Kudankulam 2 & laying of foundation of Kudankulam 3 & 4 show results of India-Russia cooperation in civil nuclear energy. pic.twitter.com/f689HXKn8G
— Narendra Modi (@narendramodi) October 15, 2016
My talks with President Putin lay the foundations for deeper defence & economic ties between India & Russia. https://t.co/XsoBnAP6X1
— Narendra Modi (@narendramodi) October 15, 2016